বিয়ানীবাজারে দুই ভুয়া চিকিৎসকে ২ লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৬, ৮:২৩ অপরাহ্ণ
বিয়ানীবাজার সংবাদদাতা :
বিয়ানীবাজারে অভিযান চালিয়ে দুই ভুয়া দন্ত চিকিৎসকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিয়ানীবাজার পৌরশহরে ভুয়া ডা: আজিজুর রহমান শিকদার ও উপজেলার বৈরাগী বাজারের এম.এ জলিলের চেম্বারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় আদালত তাদের কোন সঠিক পেশাগত কাগজ পত্র দাখিল এবং ভুয়া চিকিৎসা প্রদান সংক্রান্ত তথ্য প্রমাণিত হওয়ায় তাদেরকে জরিমানা করে।
আদালত সূত্রে জানা যায়, তাদের পেশাগত সঠিক কোন কাগজ দেখাতে পারেনি তারা । কয়েক বছর ধরে তারা অপচিকিৎসা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। এজন্য ভুয়া ডা: আজিজুর রহমান শিকদার ও বৈরাগী বাজারের এম.এ জলিলকে পৃথক ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে কখনো ভুয়া চিকিৎসা দেবেনা বলে আদালতের কাছে মুচলেখা দেন এই দুই ভুয়া চিকিৎসক।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অসিম চন্দ্র বণিক। উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা টিএইচও মুয়াজ্জেম আলী খান চৌ:, বিয়ানীবাজার থানা অফিসার্স ইনচার্জ (ওসি) জুবের আহমদ প্রমুখ।