শাবি প্রশাসনের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী র্যালী
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৬, ১:১৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
জঙ্গিবাদ বিরোধী র্যালী থেকে বিতর্কিত এক শিক্ষককে সরিয়ে নিতে বাধ্য হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার শাবিপ্রবি ক্যাম্পাসে জঙ্গিবাদ বিরোধী র্যালীতে এ ঘটনা ঘটে।
শাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জঙ্গিবাদ বিরোধী র্যালীর সামনের সারিতে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সুমন আখন্দকে দেখে আপত্তি জানান ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এসময় বঙ্গবন্ধুর কুটুক্তিকারীকে দেখে উত্তেজিত হয়ে পড়েন ছাত্রলীগ নেতাকর্মীরা। শিক্ষক সুমন অখন্দের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তির অভিযোগ রয়েছে।
পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুমন আখন্দকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয়। পরে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে যথারীতি জঙ্গিবাদ বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম। জঙ্গিরা যেসব কাজ করছে তা ইসলাম কখনোই সমর্থন করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে সন্ত্রাসীদের দমন করছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলার অগ্রযাত্রাকে রুখে দিতেইএ ধরনের হামলা চালানো হচ্ছে।
সমাবেশে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক ড. কবির হোসেন, অধ্যাপক ড. আখতারুল ইসলাম, এগ্রিকালচার ও মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড.এ.জেড.এম মঞ্জুর রশিদ, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ.কে.এম মাজহারুল ইসলাম, লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, দ্বিতীয় ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান, শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, সহসভাপতি আবু সাইদ আকন্দ, অঞ্জন রায়, সাধারণ সম্পাদক ইমরান খান,যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য উত্তম কুমার দাস প্রমুখ।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ বলেন, বঙ্গবন্ধুকে বিতর্কিত করতে পারলে বাংলাদেশের ইতিহাসকে বিতর্কিত করা যায়। একটি মহল পরিকল্পিতভাবে এই ঘৃণ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগ যতোদিন বাংলার মাটিতে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের ধৃষ্টতা মেনে নেবো না।
শাবিপ্রবি ছাত্রলীগের সহ সভাপতি অঞ্জন রায় বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে এই শিক্ষক বিভিন্ন সময়ে অশালিন মন্তব্য করেছেন। এমনকি বঙ্গবন্ধুকে বঙ্গশত্রু বলেছেন। তার উপস্থিতি কোন ভাবেই আমরা মেনে নিতে পারি না।