বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৬, ১:০১ অপরাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথে গোলাম মোস্তফা নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোলাম মোস্তফা উপজেলার সদর ইউনিয়নের রজকপুর গ্রামের মৃত মশ্বব আলীর পুত্র।
বুধবার রাতে এসআই সুমন চন্দ্র সরকার ও কল্লোল গোস্বামীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গোলাম মোস্তফা কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ আবদুল হাই বলেন, মোস্তফার বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে। এরমধ্যে আদালত ৩টি মামলায় পৃথকভাবে দুই বছরের সাজা ও ২০ লাখ টাকা জরিমানা প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।