সুনামগঞ্জের দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
প্রকাশিত হয়েছে : ৭:৪৬:৪১,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৬
সুনামগঞ্জ সংবাদদাতা : অব্যাহত পাহাড়ি ঢল ও বর্ষণে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ জনপদ পানিতে তলিয়ে গেছে। এ পর্যন্ত জেলায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা মিলিয়ে প্রায় ২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পানি না সরলে এসব বিদ্যালয়ে পাঠদান শুরু করা যাবে না বলে সংশ্লিষ্টরা জানান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলায় প্রায় ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে বেসরকারি হিসেবে পরিমাণ আরো বেশি বলে স্থানীয়রা জানান। এদিকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার ২৬টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-মাদরাসার সবকটিই বন্ধ রয়েছে। কোনটিতেই ক্লাস হচ্ছে না।
এছাড়া তাহিরপুর ৫টি এবং ছাতকে আরো একটি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন বন্ধ হওয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা আরো বেশি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্লাবিত হওয়ার কারণেই এসব বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যে বিদ্যালয়গুলোতে এখনো পানি ঢুকেনি সেগুলোর রাস্তাঘাট ও চার পাশ ডুবে আছে। যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে এর সংখ্যা আরো বেশি বলে স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা গেছে। এর মধ্যে সদর উপজেলার ১২টি, দোয়ারাবাজারে ৮টি, বিশ্বম্ভরপুরে ২০টি, ছাতকে ১০টি, তাহিরপুরে ১২টি, জামালগঞ্জে ৬টি, ধর্মপাশায় ৫০টি, দিরাইয়ে ২টি, জগন্নাথপুরে ১৫টি এবং দক্ষিণ সুনামগঞ্জে ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী সুরমানিউজকে বলেন, ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় বন্ধ হয়ে গেছে। আরো বেশ কিছু বিদ্যালয়ের রাস্তাঘাট ও আশপাশ প্লাবিত হওয়ায় সেখানেও শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।