বাংলাদেশের হয়ে ইতিহাস সৃষ্টি করছেন ইসমাত জাহান
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৬, ৫:১২ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ
মুসলিম দেশসমূহের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা Organization of Islamic Cooperation ওআইসি’র মহাসচিব আইয়াদ আমিন মাদানি’র বিশেষ অনুরোধে সংস্থাটির ‘ইউরোপিয়ান ইউনিয়ন পারমানেন্ট অবজার্ভার’ হিসেবে আগামী ৪ বছরের জন্য ব্রাসেলসেই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের সবচাইতে সিনিয়র নারী কূটনীতিক রাষ্ট্রদূত ইসমাত জাহান।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৪ বছরের ছুটিতে (লিয়েন) যাবার বিষয়টিও নিশ্চিত হয়েছে ইতিমধ্যে। বাংলাদেশের জন্য বিশেষ মর্যাদা ও গৌরবজনক এই ‘প্রেস্টিজিয়াস’ পদে দায়িত্ব গ্রহণের সুবিধার্থে তাঁর লন্ডনে হাইকমিশনার হিসেবে যোগ দেয়া সম্ভব হয়ে উঠছে না। সঙ্গত কারণে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে যোগ দেবেন ইন্দোনেশিয়ায় দায়িত্বরত রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন।
জ্যেষ্ঠ কূটনীতিক ইসমাত জাহান গত ৭ বছর ধরে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কয়েক মাস আগে ঢাকায়