তারেক রহমানের রায়ের প্রতিবাদে যুক্তরাজ্যে সেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ৫:৪৫:৪৮,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৬
লন্ডন অফিসঃ তারেক রহমানের গুনগত আদর্শিক রাজনৈতিক দক্ষতার কাছে শেখ হাসিনা পরাস্ত হয়েছেন ৷ একের পর এক সাজানো মামলা দিয়ে তার রাজনৈতিক আলোকিত অধ্যায়কে থামিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে সরকার। গতকাল সন্ধায় লন্ডনের স্থানীয় একটি হোটেলে যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের এক প্রতিবাদ সভায় বক্তারা উপোরোক্ত কথাগুলো বলেন। অনুষ্টিত প্রতিবাদ সভায় সেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সভাপতি নাসির আহমেদ শাহিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেনের পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালেক ৷ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক জনাব কয়সর এম আহমেদ ৷ বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারন সম্পাদক জনাব বদরুজ্জামান সেলিম,সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব পারভেজ মল্লিক,যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা জনাব শায়েস্থা কুদ্দুস চৌধুরী ,বিএনপি যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল হামিদ চৌধুরী ,সহ সভাপতি গোলাম রব্বানি,সহ সভাপতি আনোয়ার হোসেন খোকন ৷ প্রতিবাদ সভায় বক্তারা জিয়া পরিবারকে জনগনের ভালবাসা থেকে দূরে রাখতে সরকারের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয় জনগনকে সাথে নিয়ে প্রতিরোধ করার ঘোষনা দেন ৷ আরো উপস্থিত ছিলেন তাজুল ইসলাম,আক্তির হোসেন,আব্দুর রহিম, সোয়াল্লিন করিম,আব্দুল বাছিত, আব্দুল মনিম, মোঃ আব্দুর রহমান,আমিনুর রহমান,রুহেল মিয়া,আখলুছ মিয়া,শামিম আহমেদ,সালিক মিয়া,শামিম মিয়া,আনহার মিয়া,গরিব হুসাইন,সুরমান খাঁন,শেখ আবু নাসের,মোঃ আনোয়ার হোসাইন,এম এরব্বানি,সেলিম আহমেদমোঃ রুহোল কুদ্দুস,জুয়েল আহমেদ,খালেদ চৌধুরী,শাহিন মিয়া,আনোয়ার হোসাইন,বিপ্লব,ছালিক মিয়া,মনির আহমদ,আলিম আল রাজি,মিজান,মনিরুজ্জামান মনির,সেবুল মিয়া,এস এম লিটন,সরফরাজ সরফু,মাহফুজুর রক্ষমান ফেরদৌস,মাহফুজর রহমান মিজান,মিজানুর রহমান,হারুনোর রশিদ হারুন,নুরুল আমিন আকমল,মফস্সল আলি,তুরন মিয়া,রাসেল সাহারিয়ার,জামিল আহমদ,শাহ জামাল,একে এম সিদ্দিক,জিয়াউর রহমান জিয়া,মাহবুবুল আলম তোহা,মাওলানা শামিম,আতিকুর রহমান,মোরশৈদ আলম,বদরুল আলম,তাজুল আলম কৌরেশী,অসিম মিয়া,হাসিবুল আলম,অলিউর রহমান ফাহিম,জজলুর ফহমান শ্যামল,ইকরামুল হক মজুমদার,শাহাজান মিয়া,জাহান্গীর আলম শিমু,আজিম উদ্দিন,ইন্জিনিয়ার আলা উদ্দিন,মুস্তাফিজুর রহমান,ফিরোজ আলম,আব্দুর রহমান,আমিন রহমান । এছাড়া যুক্তরাজ্য যুবদল,আইন ফোরাম,মহিলা দল এবং সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ৷