সিলেট নগরীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ, আটক ১
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৬, ৪:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর সোবহানীঘাটে জামায়াতের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী পালনকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা সোহেল আহমদকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে কেন্দ্র ঘোষিত জঙ্গি বিরোধী মিছিল সমাবেশের কর্মসূচি পালনের জন্য ঝটিকা মিছিল নিয়ে সোবহানিঘাটের রোজভিউ হোটেলের সামনে সমাবেশের চেষ্টা করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় পুলিশ বাঁধা দিলে সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় এই জামায়াত নেতাকে আটক করে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, যুদ্ধাপরাধী মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি নিয়ে সরকার বিরোধী পোস্টার-লিফলেট ছাপানোর অভিযোগে দায়েরকৃত মামলায় জামায়াত নেতা সোহেল আহমদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার নির্দেশেই এই পোস্টার ও লিফলেট ছাপানো হয়েছিল।