যৌন হয়রানির অপরাধে এক বখাটের ৮ মাসের সাজা
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৬, ৪:৩৫ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা :
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোশাহিদ আলী বালিকা মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) যৌন হয়রানির অপরাধে সামু আহমেদ নামক এক বখাটেকে ৮ মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত সামু আহমেদ মাইজগাঁও গ্রামের ফারুক মিয়ার পুত্র।
মঙ্গলবার দুপুরে ফঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট হুরে জান্নাত এই সাজা প্রদান করেন।
পুলিশ সুত্রে জানা যায়, মোশাহিদ আলী মাদ্রাসার ওই ছাত্রী মাদ্রাসায় আসা যাওয়ার পথে সামু অনেকদিন ধরে উত্যক্ত করে আসছিলো। মঙ্গলবার সকালে মাদ্রাসা ছাত্রী প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলে সামু তার পিছু নেয়। বিভিন্ন অশ্লীল কথা বলে তাকে বিরক্ত করতে থাকে। সে সময় অশ্লীল কথাবার্তার প্রতিবাদ করলে সামু তাকে অপহরণের চেষ্টা করে। সে সময়য় ওই ছাত্রী চিৎকার শুরু করে। চিৎকার শোনে মোশাহিদ আলী মাদ্রাসা থেকে শিক্ষকরা এগিয়ে গিয়ে সামুকে আটক করে পুলিশে খবর দেন।
পরে এ নিয়ে ভ্রাম্যমান আদালত বসলে সামু তার অপরাধ স্বীকার করে। ফেঞ্চুগঞ্জ নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট হুরে জান্নাত সামুকে ছাত্রী উত্যক্তের অপরাধে ৮ মাসের সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।