দক্ষিণ সুরমা কলেজ ছাত্রলীগের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৬, ২:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজ :
‘হঠাও জঙ্গি বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ স্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুরমা কলেজ ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিবিরোধী মিছিল শেষে কলেজ গেইটে মানববন্ধন করেছে ছাত্রলীগ। মঙ্গলবার কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহিন আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নিজাম উদ্দিন, কলেজ ছাত্রলীগ নেতা, বদরুল আলম তুহিন, আবু নাহিদ, সোহান রনি, মখসুদ, আতাউর, রহমান আলী, মীর মতিউর রহমান, তোদায়েল ইসলাম রাব্বি।
ছাত্রলীগ নেতা শাহ ওহিদুর রহমানের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ নেতা ওমর ফারুক, ফরহাদ, আলী হোসেন, ফখরুল ইসলাম, জামাল আহমদ, মাছুম আহমদ, আব্দুল আজিজ, মোস্তাক, আসাদুল ইসলাম লাভলু, মাহফুজ, শাকিব, নাসির, মুন্না, সুবির, জাবের, মইনুল, কামাল, মাজেদ, জাফর, রায়েদ, আশরাফ, নবীন, হাসান, হামিদ, নুরুল, আবুল, রাব্বি, জাবের, আরিফ, শাওন, মঞ্জুর রহমান, সুহাগ বক্স প্রমুখ।