বালাগঞ্জ ডিগ্রী কলেজে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১:২৫:৩৮,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৬
বালাগঞ্জ প্রতিনিধি :
বালাগঞ্জ ডিগ্রি কলেজে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশ মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ একাদশ-দ্বাদশ ও ডিগ্রি পর্যায়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কলেজ অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও প্রভাষক আকরাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টিএম আজহারুল ইসলাম বলেন, দেশের মূল চালিকা শক্তি তরুণ সমাজ। দেশকে যে কোন সংকটে তরুণরাই যুগে যুগে এগিয়ে নিয়েছেন। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান রয়েছে। তিনি সন্ত্রাস মোকাবেলায় শিক্ষার্থীদের চোখ-কান খোলা রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী বলেন, যে কোন ধরনের সন্ত্রাস মোকাবেলায় আমাদের সচেতনতা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের যেমন দায় আছে তেমনি আমাদেরও দায় আছে। তিনি বলেন, সঠিক শিক্ষা দিলে ছাত্রছাত্রীরা বিপথগামী হতে পারে না। আমাদের শিক্ষার্থীরা এ পথে যাবেনা বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার, অধ্যাপক প্রণয় কুমার পাল, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যাপক ফয়জুল ইসলাম, অধ্যাপক কৃষ্ণা দেব, প্রভাষক তজম্মুল আলী, প্রভাষক অহী আলম রেজা, প্রভাষক মিহির রঞ্জন তালুকদার। পরে প্রধান অতিথি বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টিএম আজহারুল ইসলাম ছাত্রছাত্রীদের শপথবাক্য পাঠ করান।