পূর্ব বিরোধের জেরঃ হবিগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৬, ৫:৫৮ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে আব্দুল রশিদ (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার (২৫ জুলাই) বিকেল ৫টায় উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল রশিদ বাহুবল উপজেলার শিবপাশা গ্রামের কোরবান উল্লার ছেলে।
পুলিশ জানায়, বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের মুশরিককলা গ্রামের আব্দুল রশিদ বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে শিবপাশা গ্রামের চান্দের বাড়ির নূরুল আমীন ও আব্দুল কাইয়ুমের লোকজন পূর্ব বিরোধের জের ধরে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে প্রেরণ করা হয়।
এরপর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টায় গোয়ালা বাজার নামক স্থানে পৌঁছলে তার মৃত্যু হয়। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।