যুবক অপহৃত, ৩০ লাখ টাকার মুক্তিপণ দাবী
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৬, ৬:৪৭ অপরাহ্ণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা:
মৌলভীবাজারের রাজনগরে ছাব্বির আহমদ (২০) নামক এক যুবককে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ওই যুবকের পিতার কাছে মোবাইল ফোনে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে। মুক্তিপণের টাকা না দিলে লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকি দিয়েছে তারা।
২৩ জুলাই শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ছাব্বিরের মোবাইল ফোনে মুক্তিপণ দাবী করেছে অপহরণকারীরা। এ ঘটনায় রাজনগর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
উপজেলার পাঁচগাঁও ইউপির আমীরপুর গ্রামের আনিছুর রহমানের পুত্র ছাব্বির আহমদ (২০) শুক্রবার সকালে রাজনগর বাজারে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। বিকেল পর্যন্ত বাড়িতে না আসায় তার মোবাইলে বেশ কয়েকবার কল দেয়া হলেও কেউ রিসিভ করেনি। এরপর সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। ২৩ জুলাই শনিবার দুপুরে রাজনগর থানায় এ বিষয়ে সাধারণ ডায়রি (নং-৯৩১, তারিখ-২৩-৭-১৬) করে ছাব্বিরের পরিবার।
অপহৃত ছাব্বিরের পিতা আনিছুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ছাব্বিরের মোবাইল ফোন থেকে তার মোবাইলে একটি ফোন আসে। অপরপ্রান্ত থেকে তাকে ৩০ লাখ টাকা রেডি রাখার জন্য বলে। না হলে ছাব্বিরের লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ারও হুমকি দিয়ে ফোন কেটে দেয়। এসময় ছাব্বিরের সঙ্গে কথা বলতে চাইলেও তাকে কথা বলায়নি অপহরণকারীরা। এরপর বারবার যোগাযোগ করেও নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।
রাজনগর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল বাছেদ জানান, অপহৃত ছাব্বিরের পিতার অভিযোগ সাধারণ ডায়রীভুক্ত করা হয়েছে। তদন্ত চলছে।