তাজপুর ডিগ্রী কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৬, ৮:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরের তাজপুর ডিগ্রী কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে একছাত্র ছুরিকাঘাত হয়েছেন। আহতের নাম টুলটুল দেব (১৯)। সে উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিপাড়া গ্রামের অকিল চন্দ্র দেবের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শনিবার দুপুর দেড়টায় উপজেলার তাজপুর ডিগ্রী কলেছে ছাত্রলীগের বিবদমান দু’গ্রুপের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের এক ছাত্রলীগ কর্মীর ধারালো ছুরির আঘাতে টুলটুল দেব আহত হন। এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তাজপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস ও ওসমানীনগর উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল কলেজ ব্যবস্থাপনা কমিটির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছুদিন ধরে বহিরাগত কিছু ছাত্র কলেজে প্রবেশ করে প্রকৃত ছাত্রদের নানা ভাবে হয়রানী করে যাচ্ছে। কলেজের প্রকৃত শিক্ষার্থীদের এমন অভিযোগের প্রেক্ষিতে বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কলেজ ব্যবস্থাপনা কমিটিকে বার বার অবগত করেছি। কিন্তু কলেজ ব্যবস্থাপনা কমিটি বিষয়টিকে গুরুত্ব না দেয়ায় শনিবার পরিকল্পিতভাবে বহিরাগতরা কলেজে ঢুকে প্রকৃত ছাত্রদের উপর অর্তকিত হামলা করেছে। হামলায় ছাত্রলীগ কর্মী কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী টুলটুল গুরুত্ব আহত হয়েছে।
ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া বলেন, আমার জানা মতে কলেজ ছাত্রলীগে কোন গ্রুপ নেই। ওরা সবাই ছাত্র পাশাপাশি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। শনিবার ছাত্রদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। তাৎক্ষনিক বিষয়টি জানতে পেরে কলেজ ব্যবস্থাপনা কমিটির সাথে আলাপ করে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিষয়টি আমরা সমাধানের চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।
তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শওকত আলী বলেন, পরিস্থিতি উত্তপ্ত দেখে আমি পুলিশকে খবর করি। কলেজ খোলা রয়েছে, পরিস্থিতি বুঝে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে উভয় গ্রুপে উত্তেজনা বিরাজ করছে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান, ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।