কমলগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৬, ২:৫২ অপরাহ্ণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা :
কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ৫ম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংরক্ষিত মহিলা সদস্যা ও সাধারণ ওয়ার্ড সদস্যদের শপথ বাক্য পাঠ করান কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল আলম।
৯টি ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠানে কমলগঞ্জ ইউএনও (ভারপ্রাপ্ত) রফিকুল আলমের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। তিনি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, এম, মোসাদ্দেক আহমেদ মানিক, পারভীন আক্তার লিলি, মোঃ সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বদরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন ইফতেখার আহমেদ বদরুল, ফজলুল হক বাদশা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।