শেরপুরের একাধিক স্থানে চলছে জুয়া, প্রশাসনের নিরব ভূমিকা
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৬, ১০:০০ পূর্বাহ্ণ
শেরপুর (মৌলভীবাজার) সংবাদদাতা :
মৌলভীবাজার সদর থানার শেরপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ফলে এলাকায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চুরি, ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ। এলাকায় বিভিন্ন স্থানে চলছে জুয়ার আসর। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে জুয়ারীরা এসে বসে পড়ে জুয়ার আসরে।
অভিযোগ রয়েছে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ম্যানেজ করে এলাকায় চলছে জুয়া ও অসামাজিককতা। এলাকার অসামাজিক স্পটগুলোতে ব্যাপক বৃদ্ধি পাচ্ছে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা।
অনুসন্ধানে জানা যায়, সিলেট বিভাগের মিলনস্থল হওয়ায় প্রতিদিন বিভিন্ন প্রান্তের লোকজনের সমাগম ঘটে এ এলাকায়। শেরপুর এলাকায় দীর্ঘদিন চলে আসছে অসামাজিক কার্যকলাপ। শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবু সাঈদ যোগদানের পর থেকে এলাকার বিভিন্ন স্পটে অসামাজিক কার্যকলাপ আরো বৃদ্ধি পেয়েছে। এতে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এলাকায়।
শেরপুর এলাকার অভিযুক্ত মাদক জুয়ারীরা হলেন, মৌলভীবাজার সদর থানার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম (মিশিন হাটি) গ্রাম এলাকার তছকির মিয়া বাড়িতে দিন-রাত জুয়ার আসর বসে। শেরপুরের নতুন বন্তি বেঝপাড়া এলাকায় ও বিভিন্ন স্থানে ছাবির উদ্দিন, আমরো, রাশিদ, গিয়াছ, মেরাজ ও নাসিরের নেতৃত্বে প্রতি রাতে লক্ষ লক্ষ টাকার জুয়ার আসর বসে।
অনুসন্ধানে জানা গেছে, জুয়ার আসর থেকে প্রতি দিন-রাতে বিভিন্ন হারে চাঁদা আদায় করে শেরপুর ফাঁড়ির ইনচার্জ জুয়ারীদের নিরাপত্তা দিয়ে আসছেন।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবু সাঈদ জানান, শেরপুর এলাকায় জুয়া হচ্ছে না। চাঁদা বিষয়ে জানতে চাইলে অস্বীকার করে বলেন এটি সম্পূর্ণ মিথ্যা।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ইনচার্জ অকিল উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।