৩০ সরকারী কর্মকর্তা ও প্রতিষ্ঠান জনপ্রশাসন পদক
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৬, ৯:৩০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সরকারি কর্মকর্তাদের জনপ্রশাসন পদক দেওয়া হবে ২৩ জুলাই শনিবার। প্রথমবারের মতো জাতীয় ও জেলা পর্যায় মিলিয়ে ৩০ জন কর্মকর্তা ও প্রতিষ্ঠান এ পুরস্কার পাচ্ছে।
সচিবালয়ের পদক প্রদান বিষয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ তথ্য জানান। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উপস্থিত ছিলেন।
তিনি বলেন, জাতীয় পর্যায়ে ১৩ ও জেলা পর্যায়ে ১৭ কর্মকর্তা ও প্রতিষ্ঠান জনপ্রশাসন পদক পাচ্ছে। সারাদেশ থেকে প্রাপ্ত ১২৯টি মনোনয়নের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হচ্ছে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়েরে এই সিনিয়র সচিব।
ওসমানী স্মৃতি মিলনায়তনে ২৩ জুলাই সকাল ১০টায় মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। জনপ্রশাসন পদক নীতিমালা, ২০১৫ অনুযায়ী, জাতীয় ও জেলা পর্যায়ে দুটি ক্ষেত্রে (সাধারণ ও কারিগরি) শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ দল ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের শ্রেণীতে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
জাতীয় পর্যায়ের পুরস্কারপ্রাপ্তরা ১৮ ক্যারেট মানের এক ভরি ওজনের স্বর্ণপদক, সার্টিফিকেট এবং নগদ অর্থ। ব্যক্তিগত অবদানের ক্ষেত্রে স্বর্ণপদক, সার্টিফিকেট এবং জনপ্রতি ১ লাখ টাকা প্রদান করা হবে।দলগত অবদানের জন্য স্বর্ণপদক, সম্মাননাপত্র ও নগদ সর্বোচ্চ ৫ লাখ টাকা দেওয়া হবে।
জেলা পর্যায়ে ব্যক্তিগত অবদানের জন্য ৫০ হাজার টাকা ও সম্মাননাপত্র, দলগতভাবে অবদানের জন্য সম্মাননাপত্র ও সর্বোচ্চ এক লাখ টাকা দেওয়া হবে।