বোমা বানাচ্ছিল কমলগঞ্জের সেই মাদরাসা ছাত্র!
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৬, ৬:৫৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানে মাদরাসাছাত্র রজব মিয়া (১৬) খেলার ছলেই হাতবোমা বানাচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য রজব মিয়ার চাচা কালা মিয়াসহ তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মোল্লা মোহাম্মদ বলেন, এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ থেকে ধারণা করা হচ্ছে খেলার ছলে রজব মিয়া ঘরের ভেতর হাতবোমা বানাচ্ছিল। এ ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফুলবাড়ি চা বাগান থেকে রজব মিয়ার চাচা কালা মিয়া, এলাকাবাসী আব্দুল গফুর ও আব্দুল করিমকে কমলগঞ্জ থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের তিনজনকে বাগান কর্তৃপক্ষের কাছে ফেরত দেয়া হয়।
আহত রজব মিয়া এখনও পুলিশি হেফাজতে রয়েছে। তবে সে চিকিৎসাধীন রয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় সার্জারি বিভাগের ৯নং ওয়ার্ডে।
হাতবোমা বানানোর দায়ে তার মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে ঘটনার অধিকতর তদন্ত চলবে।
ফুলবাড়ি চা বাগানের ব্যবস্থাপক লুৎফুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক কালা মিয়া, আব্দুল গফুর ও আব্দুল করিমকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাতে চা বাগান কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ জুলাই ফুলবাড়ি চা বাগানের ১নং শ্রমিক বস্তির চাঁন মিয়া ওরফে চান্দু মিয়ার ঘরে তার ছেলে মাদরাসা ছাত্র রজব মিয়া হাতবোমা বানাচ্ছিল। আকস্মিকভাবে বোমা বিস্ফোরিত হলে তার বাম হাতের দুটি আঙ্গুল উড়ে যায়। ঘটনায় ফুলবাড়ি চা বাগান শ্রমিক বস্তিতে আতঙ্ক সৃষ্টি হলেও তার বাবা চাঁন মিয়া ও স্বজনরা অতিগোপনে আহত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ১৮ জুলাই রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে পুলিশ।