তারেক রহমানের ৭ বছরের সাজা, ২০ কোটি টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৬:৪৭:৪৪,অপরাহ্ন ২১ জুলাই ২০১৬
সুরমা নিউজ ডেস্ক :
অর্থপাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছরের কারাদন্ড ও ২০ কোটি টাকা জরিমানার সাজা দিয়েছে হাইকোর্ট। আজ সকাল ১০টা ৫০ মিনিটে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় দেন।
সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি ইনায়েতুর রহিম। মামলায় তারেকের বিরুদ্ধে অভিযোগ ছিল ঘুষ হিসেবে গ্রহণের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের।
এর রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দেন। খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল করে হাইকোর্টে। অপরদিকে এ মামলায় নিম্ন আদালত থেকে তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদন্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়েছিল।
এর বিরুদ্ধে গিয়াস উদ্দিন আল মামুনের করা আপিলের রায়ে তার সাজা বহাল রেখে জরিমানার পরিমাণ কমানো হয়েছে। তাকে সাত বছরের কারাদন্ডসহ ২০ কোটি টাকা জরিমানা করেন হাইকোর্টের বেঞ্চ।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, এর বিরুদ্ধে আসামীরা চাইলে আপিল বিভাগে যেতে পারবেন। তবে, সেক্ষেত্রে তারেক রহমানকে আত্মসমর্পণ করতে হবে।