ফেইসবুকে আইএস কুয়াকাটা আইডি নিয়ে তোলপাড়
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৬, ৮:৪৬ অপরাহ্ণ
আই এস কুয়াকাটা’ নামে একটি ফেস বুক আইডি নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি গুলশানে জঙ্গি তৎপরতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত এক জঙ্গির ছবি ব্যবহার করে ফেস বুক আইডিটি পরিচালনা করা হচ্ছে।
ওই ফেসবুক আইডির বন্ধু তালিকায় ১১শ’ ৫৭ জন রয়েছে।চলতি বছরের ২৩ জুন আইডিটি চালু করা হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অন্যান্য বিষয়গুলো প্রোফাইল তথ্যে লুকানো থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পটুয়াখালী জেলার মহিপুর থানার মহিপুর কো-অপরেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের নাম উল্লেখ রয়েছে।
এ বিষয়ে কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক আ: রাজ্জাক খান বলেন, আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
কুয়াকাটা পৌরসভার মেয়র আ. বারেক মোল্লা উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা সতর্ক রয়েছি। তবে কুয়াকাটায় কোন জঙ্গীগোষ্ঠী রয়েছে কী না এটি প্রশাসনের আইটি বিশেষজ্ঞদের খতিয়ে দেখা দরকার।
ওই ফেসবুক আইডির বন্ধু তালিকায় ১১শ’ ৫৭ জন রয়েছে।চলতি বছরের ২৩ জুন আইডিটি চালু করা হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অন্যান্য বিষয়গুলো প্রোফাইল তথ্যে লুকানো থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পটুয়াখালী জেলার মহিপুর থানার মহিপুর কো-অপরেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের নাম উল্লেখ রয়েছে।
এ বিষয়ে কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক আ: রাজ্জাক খান বলেন, আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
কুয়াকাটা পৌরসভার মেয়র আ. বারেক মোল্লা উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা সতর্ক রয়েছি। তবে কুয়াকাটায় কোন জঙ্গীগোষ্ঠী রয়েছে কী না এটি প্রশাসনের আইটি বিশেষজ্ঞদের খতিয়ে দেখা দরকার।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের এএসপি মীর ফসিউর রহমান বুধবার দুপুরে বাংলায় লেখা ‘আই এস কুয়াকাটা’ নামে একটি ফেসবুক আইডি চালু থাকার কথা স্বীকার করেছেন।
তিনি বিষয়টি নিয়ে উচ্চমহলের সাথে করণীয় সম্পর্কে আলোচনা করবেন বলেও জানান।পটুয়াখালী পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমান বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।