গুলশান হামলার মদদদাতাদের বের করা সময়ের ব্যাপার: প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯:১৯:০০,অপরাহ্ন ২১ জুলাই ২০১৬
সুরমা নিউজ:
গুলশানের হামলাকারী ও তাদের মদদদাতাদের ধরা এখন সময়ের ব্যাপার মাত্র বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমরা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেয়েছি এবং সবাই যৌথভাবে সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবিলার জন্য একতাবদ্ধ সেহেতু এগুলি খুঁজে বের করা খুব বেশি কঠিন হবে না। বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জঙ্গিদের ধরার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বেশ কিছু মানুষের ছবি যারা শনাক্ত করতে পারবেন, তারা যেন তথ্যগুলি জানান। জানালে যারা এর সঙ্গে জড়িত তাদের তো ধরা যাবেই, পাশাপাশি পর্দার আড়ালে যারা, যারা এর মদদদাতা, যারা পরিকল্পনাকারী, যারা প্রশিক্ষণ প্রদান করছে, যারা অর্থ দিচ্ছে, তাদেরও খুঁজে বের করতে হবে।
তাঁরা আমাদের দেশের হোক বিদেশের হোক তাদের খুঁজে বের করা অবশ্যই কর্তব্য। আমি বিশ্বাস করি, এদেরকে আমরা ধরতে পারব এবং উপযুক্ত শাস্তি দিতে পারব।’
দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নষ্ট করার জন্য যারা পর্দার আড়ালে থেকে এ হামলাগুলি করাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি না- এমন আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থাকার মধ্যেও সরকার গঠন করার পর বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।