লুৎফুর রহমানকে এমপি এহিয়া চৌধুরীর অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ৩:২৯:২২,অপরাহ্ন ২০ জুলাই ২০১৬
সুরমা নিউজ :
সিলেটের নতুন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট লুৎফুর রহমান কে অভিনন্দন জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা ওসমানীনগরের কৃতি সন্তান এবং ১৯৭০ ও ১৯৭২ সালের জাতীয় পরিষদের এমপি ও দক্ষ সংগঠক এডভোকেট লুৎফুর রহমান কে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আমি দৃড়ভাবে বিশ্বাস করি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে, সাবেক এমসিএ হিসেবে বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের সন্তান জননেতা লুৎফুর রহমান যেমন সফল হয়েছেন ঠিক সেভাবে তিনি তাঁর উপর অর্পিত নতুন দায়িত্বেও সফল হবেন|
এই প্রবীণ রাজনীতিবীদের দীর্ঘায়ু ও সুস্থতা এবং সফলতা কামনা করছি এবং আমার অবস্থান ও জাতীয় পার্টির পক্ষ থেকে প্রানের সিলেট জেলা ও আমার নির্বাচনী এলাকার উন্নয়নের প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার অঙ্গিকার ব্যাক্ত করছি।