টাকা ছিনতাই করে নদীতে ঝাঁপ, তারপর…
প্রকাশিত হয়েছে : ৮:০৭:৪১,অপরাহ্ন ২০ জুলাই ২০১৬
মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ব্রিজ দিয়ে দেড় লাখ টাকা নিয়ে যাওয়ার পথে লাকি বেগম নামে এক মহিলা ছিনতাইয়ের শিকার হন। টাকার ব্যাগ ছিনতাই করে ব্রিজের উপর থেকে মনু নদীতে ঝাঁপ দেয় দুই ছিনতাইকারি।
মঙ্গলবার ১৯ জুলাই দুপুরে এ ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন ছিনতাইকারিদের ধাওয়া করে পানিতে ভাসিয়ে ভাসিয়ে গুজারাই এলাকায় নিয়ে যায়। পরে তাদের আটক করে পুলিশকে খবর দেয়। আটককৃতরা হল, চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই কলনীর বাসিন্দা মনজু মিয়া (২৫) ও উরা মিয়া (৩০)।
মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।