এবার পবিত্র হজে যাবেন ১ লাখ ১ হাজার ৭৫৮ জন
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৬, ৩:৫১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
চলতি বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন সৌদি আরবে হজ পালন করতে পারবেন। মঙ্গলবার জাতীয় সংসদে ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ তথ্য জানান। বিকেল ৫টা ৪০ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে শুরু হয়।
লিখিত বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের দ্বি-পাক্ষিক হজ চুক্তি অনুযায়ী আগামী হজ পালনে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন ব্যক্তি সৌদি আরব গমন করতে পারবেন। এর মধ্যে ব্যালটি বা সরকারি ব্যবস্থাপনায় থাকবেন ১০ হাজার জন এবং ননব্যালটি বা বেসরকারি ব্যবস্থাপনায় থাকবেন ৯১ হাজার ৭৫৮ জন।
তিনি বলেন, ‘চুক্তির বিধান অনুযায়ী এই বছর ৪৮৩টি হজ এজেন্সি হজযাত্রী প্রেরণের জন্য যোগ্য বিবেচিত হয়েছে। এসব এজেন্সির মাধ্যমে ননব্যালটি ব্যক্তিরা হজে যেতে পারবেন। এজেন্সি ভিত্তিক তালিকা প্রেরণে আরো ৮ থেকে ১০ দিন প্রয়োজন হবে।’