বড়লেখায় নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৬, ১২:০১ অপরাহ্ণ
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখার চান্দগ্রাম থেকে নিখোঁজ হওয়ার ২দিন পর বাড়ির অদূরে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই ব্যবসায়ীর নাম আব্দুল মজিদ ওরফে ছাদ (৬৮)।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়- নিজবাহাদুরপুর ইউপি’র উত্তর চান্দগ্রাম গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে ও স্থানীয় চান্দ্রগাম বাজারের ব্যবসায়ী আব্দুল মজিদ দোকান থেকে বাড়ি যাওয়ার পথে গত শুক্রবার রাত থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পায়নি। তাকে না-পেয়ে শনিবার (১৭ জুলাই) থানায় নিখোঁজের বিষয়ে জিডি করা হয় পরিবারের পক্ষ থেকে।
নিখোঁজের ২দিন পর সোমবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১১টায় বাড়ির অদূরে আব্দুল মজিদের লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে রাতেই লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায় পুলিশ। এলাকাবাসীর কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে ধারণা করা হচ্ছে- ব্যবসায়ীক লেনদেন সংক্রান্ত কারণে পূর্ব শত্রুতার জের ধরে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।
লাশের সুরতহাল রিপোর্ট প্রদানকারী থানা পুলিশের এসআই আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান- লাশটি প্রায় পঁচে গেছে। ময়না তদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ দায়ের করা হয়নি।