সিসিকের জরুরি সাড়াদান বিষয়ক পরিকল্পনা তৈরি প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৬, ১১:৫১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে নগরীর ওয়ার্ডভিত্তিক দুর্যোগে জরুরি সাড়াদান বিষয়ক পরিকল্পনা তৈরির জন্য ৩ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) নগরীর একটি অভিজাত হোটেলে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে ২১ জুলাই পর্যন্ত।
ইসলামিক রিলিফ বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার শাহ শাহিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনেব সচিব মোহাম্মদ বদরুল হক (উপ-সচিব)।
এতে বিশেষ অতিথি ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনেব প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।
কর্মশালায় আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ ও সিলেট সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নগরীর ১৬টি ওয়ার্ডে “বাংলাদেশে একীভূত দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি” প্রকল্পে ৮ম ডিপেকো কর্মপরিকল্পনার আওতায় ওয়ার্ডভিত্তিক দুর্যোগে জরুরি সাড়াদান বিষয়ক পরিকল্পনা তৈরি প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ বদরুল হক বলেন- নগরী বিভিন্ন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে জরুরি সাড়াদান পরিকল্পনা অত্যন্ত জরুরি। এ জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ ও সিলেট সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগটি সময়োপযোগী ভূমিকা রাখবে। নগরীর ওয়ার্ড পর্যায়ে সচিব ও ডিএমসি সদস্যগণ এই প্রশিক্ষণ শেষে পরবর্তীতে ওয়ার্ড পর্যায়ে জরুরি সাড়াদান পরিকল্পনা তৈরি করে সিটি কর্পোরেশনে জমা দিবেন, এ প্রত্যাশা রেখে কার্যক্রমটি উদ্বোধন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন- নগরীর কোন ওয়ার্ডে জরুরি সাড়াদান পরিকল্পনা নেই বিধায় নগরীর ২৭টি ওয়ার্ডে জরুরি ভিত্তিতে পরিকল্পনা তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। সিলেট সিটি কর্পোরেশন দুর্যোগে সক্ষমতা বাড়ানোর জন্য কর্পোরেশনের কর্মকর্তা, ওয়ার্ড সচিব, ডিএমসির সদস্যগণকে প্রশিক্ষক প্রশিক্ষণ গ্রহণে অংশগ্রহণকারী হিসেবে নির্বাচন করা হয়েছে, যেন পরবর্তীতে নিজেরা ওয়ার্ড পর্যায়ে কাজ করতে পারেন।
ইসলামিক রিলিফ বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার শাহ শাহিদ আহমদ প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন- নগরীর বিভিন্ন ওয়ার্ডের সচিব, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ডিএমসির সদস্যগণ।
প্রশিক্ষণ পরিচালনা করেন কনসালটেন্ট আমিনুল কাউসার ও খালেদ হোসেন।