‘নিরাপত্তা দিয়ে মুজিব-জিয়াকেও বাঁচানো যায়নি’
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৬, ৯:১৭ পূর্বাহ্ণ
সুরমা ডেস্কঃ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘কেউ যদি কাউকে মেরে ফেলতে চায়, তা হলে নিরাপত্তা দিয়ে তাকে রক্ষা করা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানকেও রক্ষা করা যায়নি।’
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই কথা বলেন।
জঙ্গিরা যে কোনো সময় মন্ত্রিসভার সদস্যদের ওপর হামলা করতে পারে, এমন খুদেবার্তা পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সতর্ক করেছে মন্ত্রিসভার সদস্যদের। এ খুদেবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মেনন বলেন, ‘পুলিশের কাছ থেকে আমি খুদেবার্তাটি পেয়েছি। আমার গানম্যান ও প্রোটোকলের দায়িত্বে যারা আছেন, তাদেরকে বিষয়টি অবহিত করেছি। এর আগেও বহুবার আমি হুমকি-ধমকি পেয়েছি। এবার যেহেতু পুলিশ থেকে জানানো হয়েছে, তাই আশঙ্কাও একটু ভিন্ন। এ জন্য আমাদের সতর্ক থাকা উচিত, এমনকি সমগ্র জাতিকেই সতর্ক থাকা উচিত।’
পর্যটকদের নিরাপত্তা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘ট্যুরিস্ট পুলিশ রয়েছে, তারা পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা নেবেন।’
সোমবার মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ডিএমপি কমিশনারের বার্তায় বলা হয়, ‘গোয়েন্দা সূত্র থেকে জানতে পেরেছি যে, জঙ্গি গ্রুপ যেকোনো সময় মন্ত্রিসভার যেকোনো সদস্যের ওপর হামলা চালাতে পারে। আমরা সংশ্লিষ্ট সবাইকে যথাযথ নির্দেশনা দিয়েছি। অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং আপনার গানম্যান ও নিরাপত্তা দলকে বিষয়টি অবহিত করুন।’