ভিজিট ভিসায় বিদেশ ভ্রমণ করার আগে জেনে নিন করনীয়
প্রকাশিত হয়েছে : ৮:৩১:৪২,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৬
সুরমা নিউজঃ
আপনার খুব শখ হয়েছে বিদেশ যাবেন, ঘুরে ঘুরে দেখবেন কোন দেশ কেমন বা আপনার ছেলে-মেয়ে বিদেশে থাকে- তাদের দেখতে মন চায়. তাই ভিসার জন্য দাঁড়ালেন এবং ভিজিট ভিসা পেয়েও গেলেন। খুশীতে আপনি ওয়ান-ওয়ে টিকেট কিনে ফেললেন, কিন্তু রিটার্ন টিকেট করলেন না। তাহলে আপনাকে এয়ারপোর্টে আটকে দিতে পারে ইমিগ্রেশেন অফিসার বা এয়ারলাইন্স স্টাফ। আপনি যদি ভিজিট ভিসায় বিদেশে যান, অবশ্যই আপনাকে ওয়ান-ওয়ে টিকেটের পাশাপাশি রিটার্ন টিকেট করতে হবে। আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হবে যদি ওয়ান-ওয়ে টিকেটের পাশাপাশি রিটার্ন টিকিট না থাকে। রিটার্ন টিকেট অবশ্যই শো করতে হবে। তারপর যেতে দেবে। এটা লিগ্যাল।
অনেকে এই বিষয়টা জানেন না। রিটার্ন টিকেট দেখতে চাওয়ার মূল বিষয় হলো, আপনি যে দেশেই যান না কেন- নিশ্চিত ফেরত আসবেন এটাই তারা দেখতে চায়। আজকাল অনেকে ভিজিট ভিসায় বিদেশে গিয়ে আর ফেরত আসে না তাই এই পদ্ধতি। যেমন ধরুন, আপনি আমেরিকা আসবেন ভিজিট ভিসায় তাই টিকেট কিনলেন শুধু আমেরিকা আসার জন্য (এটাকে ওয়ান-ওয়ে টিকেট বলে), দেশে ফিরে যাবার জন্য কোন টিকেট কিনলেন না (রিটার্ন টিকিট) তখন আপনার সমস্যা হবে। সহজ কথা, আপনাকে দুটো টিকেট কিনতে হবে বিদেশে যাওয়া এবং দেশে ফেরত আসার।
—
অনেকের মনে এতক্ষণে প্রশ্ন জেগেছে আপা, আপনি আমেরিকান পাসপোর্টধারী ভিজিট ভিসা সম্পর্কে জানলেন কেমন করে ?
এবার আসি মূল কথায়, আমি কিভাবে জানলাম।
গত ১৪ জুলাই আমি বাংলাদেশ থেকে আসার সময় আমার শাশুড়ীকে সাথে নিয়ে এসেছি। (এর আগে আমার শাশুড়ী বহুবার আমেরিকা এসেছে।) আমার শাশুড়ির গ্রীনকার্ড ছিল তবে তা রিনিউ না করায় বাতিল হয়ে যায়,পরে ভিজিট ভিসার জন্য আবেদন করে এবং ভিসা পেয়েও যায়। টিকেট কেনে (ওয়ান-ওয়ে টিকেট) আমেরিকা আসার জন্য (আমার সাথে)।
যখন ঢাকা এয়ারপোর্টে আসি, এয়ারলাইন্স স্টাফ আমাকে বোর্ডি পাস দেয়। কিন্তু আটকে দেয় আমার শাশুড়িকে রিটার্ন টিকেট না থাকার জন্য। পরে আমি আমার বড় বোনের ছেলেকে ফোন করি এয়ারপোর্ট থেকে, জানাই এই সমস্যা। সে আধাঘণ্টার মধ্যে রিটার্ন টিকিট ইস্যু করে সব ইনফরমেশন দেয়, আমি সেগুলো জমা দেই। তারপর আমার শাশুড়ীকে এয়ারলাইন্স স্টাফ আসতে দেয়।
-ভিজিট ভিসায় রিটার্ন টিকেট না থাকলে আসতে দেয় না বিষয়টা আমার জানা ছিল না। আমার ধারণা, আমার মত অনেকেই জানেন না, তাই লিখলাম। যাতে এয়ারপোর্টে এসে আপনাকে ঝামেলায় পড়তে না হয়।