শেরপুরে প্রভাবশালী কর্তৃক অসহায় পরিবারকে উচ্ছেদের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
শেরপুর সংবাদদাতা:
সিলেট- মৌলভীবাজারের সীমান্তবর্তী শেরপুরে পরিবারকে প্রভাবশালী কর্তৃক এক অসহায় পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বাড়ির মালিক বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে কোন প্রতিকার না পেয়ে স্থানীয় চেয়ারম্যানের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর থানার খলিলপুর ইউনিয়নের শেরপুর নতুন বস্তি (ব্রীজের নিকট) গ্রামে সরকারি জায়গায় বসবাস করে আসছেন মৃত হাজী সৈইদ উল্লার পুত্র মোঃ নাসির মিয়া ও তার পরিবার। সম্প্রতি এলাকার লন্ডন প্রবাসী আলীফর মিয়া গংরা নাসির মিয়াকে বসত বাড়ি থেকে উঠিয়ে দিতে বিভিন্নভাবে হয়রানী করে আসছেন।
গত শনিবার সকালে প্রবাসী আলীফর মিয়া গংরা নাসির মিয়ার বাড়ি ঘেরাও করে তাকে বাড়ির জায়গা খালি করে দিতে বলে। নাসির মিয়া এতে আপত্তি জানালে আলীফর মিয়া গংরা তাকে শারিরীক ভাবে লাঞ্ছিত করে। উক্ত ঘটনার বিচার চেয়ে নাসির মিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের শ্মরণাপন্ন হলেও তিনি কোন প্রতিকার না পেয়ে স্থানীয় চেয়ারম্যানের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় মৃত সবুর আলীর পুত্র মেরাজ আলী, ইব্রাহিম আলীর পুত্র কদ্দুছ মিয়া, মৃত সের আলীর পুত্র আছাদ মিয়া ও মৃত নজরুল ইসলামের স্ত্রী হোমেনা বেগম জানান, নতুনবস্তি গ্রামের সরকারী জায়গায় নাসির মিয়া ও তার পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। বর্তমানে প্রবাসী আলীফর মিয়া গংরা অনৈতিক ভাবে নাসির মিয়াকে বাড়ি ছাড়া করতে উঠেপড়ে লেগেছে।
এ ব্যাপাারে খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজা মিয়া বলেন, অভিযোগ খতিয়ে দেখে উভয় পক্ষকে ডেকে সালিশের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করা হবে।