সমুদ্রে তলিয়ে যাচ্ছে আস্ত একটা দেশ !
প্রকাশিত হয়েছে : ৯:২০:৪৬,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৬
সুরমা নিউজ:
ক্রমশ সমুদ্রে তলিয়ে যাচ্ছে বিশ্বের চতুর্থ কনিষ্ঠতম দেশ তুভালু। আশঙ্কা, বিশ্ব উষ্ণায়নে রাশ টানা না গেলে তুভালুকে পৃথিবীর ম্যাপ থেকে চিরতরে মুছে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। বর্তমানে সমুদ্রতল থেকে মাত্র ২ মিটার উচ্চতায় অবস্থান করছে ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটি। তুবালু ১৯৭৮ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছে। ১৯৯৩ সালের পর থেকে সমুদ্র পৃষ্ঠের বাড়বাড়ন্তের জন্য প্রতিবছর একটু করে জমি হারাচ্ছে তুভালু। আশঙ্কা, বছর ৩০ থেকে ৫০-এর মধ্যে তার শেষ চিহ্নটুকুও জলে তলিয়ে যাবে।
এই অবস্থায় উষ্ণায়নের হাত থেকে দেশটিকে বাঁচাতে ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের কাছে আর্জি জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী এনেলে স্পোয়াওগা।
তুভালু অবস্থিত প্রশান্ত মহাসাগরের বুকে। কয়েকটি দ্বীপের সমন্বয়ে গড়ে উঠেছে এই দেশ। আগে দেশটি পরিচিত ছিল এলিস আইল্যান্ড হিসেবে। হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থিত দেশটি। প্রতিবেশী দেশগুলি হল কিরিবাটি, নাউরু, সামোয়া ও ফিজি। দেশটির মোট স্থল এলাকা ২৬ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১০,৮৩৭ (২০১২-র জনগণনা অনুযায়ী)।
এহেন ছোট্ট দ্বীপরাষ্ট্রটি এখন ঘোরতর অস্তিত্বসংকটে। যেভাবে সমুদ্রের জলতল বাড়ছে দিনের পর দিন, তাতে মাটির নিচের পানীয় জলের স্তর ভয়ানকভাবে ক্ষতির সম্মুখীন। সমস্যা বাড়ছে চাষাবাদেও। বাড়ন্ত জলতলে ক্ষতির মুখে পড়েছে প্রবাল প্রাচীর।
এই অবস্থায় দেশকে বাঁচাতে তুভালুর পক্ষ থেকে বিশ্বের বাকি দেশগুলির কাছে কার্বন নির্গমনের মাত্রা কমানোর আর্জি জানানো হয়েছে।