সুরমা নিউজ: পাকস্থলীর জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সানোয়ার হোসেনের তত্ত্বাবধানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রিজভীর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী আঞ্জুমানার বেগম।
১৯৮৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গুরুতর আহত হন রিজভী। তখন মেরুদণ্ড ও পাকস্থলীতে আঘাত পান তিনি। মাঝে মাঝেই পাকস্থলীর জটিলতায় অসুস্থ হয়ে পড়েন বিএনপির এই নেতা।
গুরুতর অসুস্থ রিজভী হাসপাতালে
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৬, ২:২৫ অপরাহ্ণ