গুলশান ট্রাজেডি: ২জন ছাড়া বাকি সবার গলাকাটা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৬, ৬:০২ অপরাহ্ণ
সুরমা ডেস্কঃ রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গিদের হামলায় নিহত ২০ জনের মধ্যে মাত্র ২জন ছাড়া বাকি সবার গলা কাটা ছিল। এদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অবন্তী কবিরকে ভারী অস্ত্রের আঘাতে এবং সাতজনকে হত্যার আগে গুলি করা হয়।
বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এ তথ্য জানান। ডা. সোহেল মাহমুদ বলেন, ওই ঘটনায় নিহত ৬ জঙ্গি ও ২০ জিম্মির ময়নাতদন্ত করা হয়েছে।
নিহত ২০ জিম্মির মধ্যে সাতজনের দেহে আটটি গুলি পাওয়া গেছে। তবে নিহত অবন্তী কবিরসহ আরো এক জিম্মির মৃত্যু হয় ভারী অস্ত্রের আঘাতে। তাদের গলা কাটা হয়নি।
তিনি বলেন, বাকিদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জিম্মিদের মৃত্যু রাত ১২টার আগে হয়েছে। আর জঙ্গিদের মৃত্যু হয় সকাল ৭টার পর।