রাজধানীতে ৩০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৬, ২:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ: রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজধানীর মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরাসহ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে। বিশেষ এ অভিযান আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।