হবিগঞ্জে মাকে গলাকেটে হত্যা করল ছেলে
প্রকাশিত হয়েছে : ৫:০৩:২৮,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৬
সুরমা নিউজঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে মাকে গলাকেটে হত্যা করেছে তার ছেলে।
নিহত রূপবাণু (৪৫) উপজেলার শাহপুর গ্রামের হায়দর আলীর স্ত্রী। বাকবিতন্ডার সূত্র ধরে একসময় মাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় ইয়াছিন (২৭)।
বুধবার (০৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় রূপবাণুর সঙ্গে ইয়াছিনের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ছেলে তার মাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যান।
পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।