নতুন নিরাপত্তা ছকে গুলশান
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৬, ১২:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ: জঙ্গি হামলার পর গুলশান এলাকায় নতুন নিরাপত্তার ছক করা হয়েছে। রাজধানী ঢাকার কূটনৈতিক ও অভিজাত পাড়া হিসেবে পরিচিত গুলশান এলাকায় ঈদের ছুটিতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ, র্যাবের সঙ্গে অন্য নিরাপত্তা সংস্থার সদস্যদের সমন্বয় করে মোতায়েন করা হয়ছে। গলি এবং গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি কাজ না থাকলে এ এলাকার কেউ যেন বাইরে না আসেন সে অনুরোধ জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
বুধবার দুপুরে গুলশানের ডিপ্লোমেটিক জোনের পুলিশের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘ঈদে কূটনৈতিক পাড়া গুলশানে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। চেকপোস্টের পাশাপাশি বাড়ানো হয়েছে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি। এমনকি দূতাবাসগুলো চাইলে নিরাপত্তার স্বার্থে তাদেরকে স্কটও দেয়া হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঈদে রাজধানী ফাঁকা হয়ে যায়। বেড়ে যায় অপরাধ প্রবণতাও। এসব বিষয় মাথায় রেখেই কূটনৈতিক পাড়ার নিরাপত্তা নতুন ছকে সাজানো হয়েছে।’
সোমবার গিয়ে দেখা যায়, গুলশান এলাকায় প্রবেশের দু’টি পথে বসানো হয়েছে ৪টি চেকপোস্ট। প্রতিটি চেকপোস্টের দায়িত্বে একজন করে পুলিশের সিনিয়র কর্মকর্তা রয়েছেন। রাস্তায় লোকজন খুব কম চলাচল করছে। আর কোন গাড়ি এলেই তা চেকপোস্টে থামানো হচ্ছে এবং তল্লাশি করা হচ্ছে। এই এলাকায় ঈদের ছুটিতে সরকারের সব সংস্থা সমন্বয় করে কাজ করছে। ৮ প্লাটুন পুলিশ, র্যাবের টহল দল এবং সাদা পোশাকের গোয়েন্দারা বিভিন্ন দূতাবাসের কাছে এবং গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছিল।
এর আগে গুলশান এলাকার নিরাপত্তা নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তারা সবাই নিরাপত্তার বিষয়ে মন্ত্রীর কাছে বলেন। এরপরই ওই এলাকাকে নিরাপত্তার নতুন ছকে আনা হয়।