পরবর্তী সন্ত্রাসী হামলা যমুনা ফিচার পার্কে !
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৬, ২:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজ: বাংলাদেশে পরবর্তী সন্ত্রাসী হামলা হবে আগামী ২০ জুলাই রাজধানীর যমুনা ফিচার পার্কে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কামিল আহমেদ নামের এক ব্যক্তি এমনটাই হুমকী দিয়েছেন।
রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে প্রকাশ করা এক টুইট বার্তায় এ হুমকী দেয়া হয়। কামিল নামের ঐ টুইট ব্যবহারকারী তার আইডি থেকে টুইট করেন, ”Next Attac Jamuna Feture Park” (‘নেক্সট এ্যাটাক যমুনা ফিউচার পার্ক’)। এর নীচে ‘হ্যাশ ট্যাগ’ দিয়ে লেখা হয়েছে ‘মিশন ২০ জুলাই’।
এ ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। কামিলের টুইটের জবাবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের টুইটার ইউজাররা তাকে নানা প্রশ্ন করতে শুরু করেন।
তানজিল আকন নীপা নামে একটি আইডি থেকে কামিলের এই টুইটের নিচে এই হুমকীকে উড়িয়ে দিয়ে তাকে ‘ফেইক’ বলে সম্বোধন করলে অপর একটি টুইটে কামিল নামের এই আইডি থেকে বলা হয়,‘ফেক অর রিয়াল, ওয়েট ফর ২০ জুলাই’।
মাহবুবুর রহমান নামের একজন টুইটার ব্যবহারকারী তাকে প্রশ্ন করেন, কেন তুমি বাংলাদেশে আক্রমনের কথা বলছো? সমস্যাটা কি পরিস্কার করে বলো?
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কামিল নামের এই আইডি থেকে বলা হয়, ‘উই আর ডিফেন্ডিং ইসলাম ফ্রম নন মুসলিম’।