দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মাসব্যাপি ক্বেরাত প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৬:২২:৫৮,অপরাহ্ন ০৪ জুলাই ২০১৬
সুরমা নিউজ: দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট কতৃক মাস ব্যাপি ক্বেরাত প্রশিক্ষণের সমাপণি অনুষ্ঠান রবিবার নগরীর মেজরটিলা বাজারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়া।
অনুষ্ঠানে মাহবুবুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে ও লোকমান আহমদ জহরুলের পরিচালনায় উপস্থিত ছিলেন ইশতিয়াক সিদ্দিকী,ওয়াহিদুর রহমান, এস. বি. এ. সি. ব্যাংক মেজরটিলা শাখার ব্যাবস্থাপক জাবেদ এমদাদ চৌধুরি, সেলিম খান, মুয়াক্কির আহমদ, প্রধান ক্বারি মাওলানা কুতুব উদ্দিন, মহানগর ক্বারি স্যোসাইটির সাধারন সম্পাদক ক্বারি ইউনুছ আহমদ, ক্বারি নিজাম উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওয়ালি উল্লাহ বদরুল, জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাহাব উদ্দিন, জবরুল ইসলাম, নাজমুল ইসলাম, ক্বারি সিজান উদ্দিন, ক্বারি আনোয়ার, ক্বারি সামিউর রহমান, ক্বারি নুরুল হক, মাওলানা রসিদ আহমদসহ ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ।