২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে : আইএসপিআর
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৬, ৮:৩০ পূর্বাহ্ণ
সুরমা ডেস্ক : গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় মোট ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিদেশি নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন জাপানি এবং ২ জন শ্রীলঙ্কান নাগরিক।
হামলাকারী ৭ জঙ্গির মধ্যে ৬ জনই নিহত হয়েছেন এবং একজনকে জীবিত আটক করা হয়েছে। প্রেস ব্রিফিং করেন সামরিক অপারেশন পরিদফতরের পরিচালক ব্রি. জেনারেল নাইম আশফাক চৌধুরী।