রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ৪:৩২:৩৩,অপরাহ্ন ০১ জুলাই ২০১৬
সুরমা ডেস্ক: ঈদ উপলক্ষে নগরীরর শাররীক ও দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট । আজ শুক্রবার বেলা ৩ টায় ধোপাদিঘীরপার হাফিজ চমপ্লেক্স এ রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের ২০১৬-১৭ সালের ১ম উইকলি মিটিং পরবর্তি এ খাদ্য সমগ্রী বিতরণ করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম উইকলি মিটিং ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিষ্ট্রিক প্রেসিডেন্ট(৩২৮২) শহীদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক সেক্রেটারী মাহবুব সুবহান চৌধুরী, সহকরী গর্ভণর মো: ফেরেেদৗস আলম প্রমুখ।
ক্লাব সেক্রেটারী রায়হান উদ্দিন রায়হানের পরিচালনায় এবং ইঞ্জি: ময়নুল ইসলামের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট যখাক্রমে আনোয়ার মজিদ চৌধুরী, নাজির আহমদ, এম নূরুল হক সোহেল, মো: মোশরফ হোসেন জাহাঙ্গির, মো: কবির উদ্দিন, কাজী হেলাল, সদ্য অতিথ প্রেসিডেন্ট মো: আজিজুর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটা: আবু সুফিয়ান, মো: ইকবাল সোবহান, আখতার চৌধুরী রুবেল, মো: সোহাব রব, আব্দুল বাছিত, দেওয়ান রসু েেচৗধুরী, রাসেল মাহবুব, রেজাউল করিম, মো: আব্দুল জলিল খান, মাহফুজ হোসেন তান্না, মো: আবুল হোসেন, ফাইসাল আহমদ, এড. আজিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাসে দরিদ্র অসহওয়ায় মানুষের মধ্যে খাদ্য সমগ্রী বিতরণ করা সোয়াবের কাজ, আর প্রতিবন্ধী হলে সে সোয়াব আরো শতশত গুণ বেড়ে যায়। ঈদ-কে সামনে রেখে সমাজের সকল মাঝারী ও ধণী শ্রেণীর লোকদের উচিৎ হবে বেশিবেশি করে এ সকল অসহওয়ায় মানুষদের পাশে দাড়ানো। তিনি আরো বলেন রোটারী ক্লাব সব সময় দরিদ্র , পীড়িত, প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তিনি আজকের নতুন কমিটি যে ভাল উদ্যোগ গ্রহণ করল তা অব্যাহত রাখার আহবান জানান।