সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৬, ৮:৩৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ: সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর মিরাবাজার বিরতি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুত্র থেকে জানা গেছে- জায়গা দখল করতে গেলে থাকে আটক করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে কোতয়ালী থানার পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ আলী হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আলী হোসেনের বিরুদ্ধে ছিনতাই, জায়গাদখল, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য যে, কয়েকদিন আগে আলী হোসেনকে গ্রেফতারের দাবি জানিয়ে উপশহর, মেডিক্যাল রোড, বাগবাড়িসহ বিভিন্ন এলাকার লোকজন বিক্ষোভ মিছিল করেন।