মকবুলের কারাদণ্ডের প্রতিবাদে ওসমানীনগরের সাদিপুরে মানববন্ধন; গণস্বাক্ষর সংগ্রহ
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৬, ৫:২৪ অপরাহ্ণ
সুরমা ডেক্স: সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় আতিক মিয়ার মৃত্যু এবং মৃত রোগীর পুত্র মকবুল ওরফে বুলবুলকে শারীরিক নির্যাতন করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ডের আদেশে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর টোল প্লাজার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এই বক্তব্য প্রদান করেন যুবনেতা সৈয়দ রাহিমুল ইসলাম রাহী। তিনি বক্তব্যে বলেন, মকবুলকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া না হলে ওসমানীনগর থেকে তীব্র থেকে তীব্রতর আন্দোলনের ডাক দেওয়া হবে।
অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ্ ইসমাইল আলী, ইউনিয়নে যুবলীগের আহবায়ক মামুনুর রশিদ, যুগ্ম-আহবায়ক বাবুল আহমেদ, জোবেদ আহমেদ, আলমগীর আলী, লিমন আহমেদ, সাজান মিয়া, আবুতালেব, সেলিমরেজা, ফরাস মিয়া, সুহেল মিয়া, ইসলামুল হক (শেরপুরী), আহমদ আলী, মান্না এবং নির্যাতিত মকবুলের চাচা ছাদিকুর রহমান ও মকবুলের ভাই জাকির আহমেদ প্রমুখ।
মানববন্ধনের পর মকবুলের মুক্তির দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। এলাকার ৩৭৫ জন বিবেকবান লোক এতে স্বাক্ষর করেন। সবশেষে মকবুলের মরহুম পিতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।