সিলেট বিভাগীয় স্টেডিয়াম বিপিএলের জন্য প্রস্তুত
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০১৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: ছোট ছোট টিলা আর চা বাগান ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্যরে মাঝে গড়ে উঠা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মুগ্ধতা ছড়ায় বিশ্ব ক্রিকেটের অন্যতম আসর টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে। দেশ-বিদেশে ব্যাপক পরিচিত পায় মাঠটি। প্রশংসা কুড়ায় সকলের।
পরিচর্যা করলে এটি হতে পারে বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম। বছর তিনেক আগে সবুজের সমারোহের মাঝে গড়ে উঠা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেখে এমনই মন্তব্য করেছিলেন শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর।
সিলেটের অনন্য সুন্দর এই মাঠটি এবার বিশ্বসেরা স্টেডিয়ামগুলোর কাতারে ঠাঁই করে নেয়ার পথে। উপযুক্ত পরিচর্যা আর প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হিসেবে আত্মপ্রকাশের অপেক্ষায় সিলেটবাসীর স্বপেড়বর এই মাঠটি। গত দুই বছর আগে সিলেটের এই মাঠটিতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বক্রিকেটের অন্যতম আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শুরু হয় ভেন্যুটিকে অত্যাধুনিক আন্তর্জাতিক স্টেডিয়ামে উন্নত করার কাজ। স্টেডিয়ামের পুরো মাটি তুলে ফেলে সেখানে স্থাপন করা হয় আধুনিক ওয়াটারিং সিস্টেম ও ড্রেনেজ সিস্টেম। বাড়ানো হয়েছে মাঠের উচ্চতাও। স্টেডিয়ামের উইকেটের সংখ্যা ৫টি থেকে বাড়িয়ে ৭টি করা হয়। বাড়ানো হয়েছে প্র্যাকটিস পিচের সংখ্যাও। আগে স্টেডিয়ামটিতে প্র্যাকটিস পিচের সংখ্যা ছিল ৪টি। সেটি বাড়িয়ে এখন করা হয়েছে ৬টি উইকেট। বিসিবির প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভার তত্ত্বাবধানে তৈরি হয়েছে স্পোর্টিং উইকেট।
জানা গেছে- এই মাঠের পিচ দেশের অন্য মাঠের পিচের চেয়ে আলাদা, স্পোর্টিং উইকেট। এছাড়া পুরো মাঠজুড়ে লাগানো হয়েছে নতুন ঘাস। চলতি বছরেই শেষ হয়েছে সংস্কার কাজ। উন্নয়ন কাজ শুরু হওয়ার পর থেকে বৃষ্টির বাধায় বার বার বাধাপ্রাপ্ত হয়েছে কাজের গতি। কিন্তু মাঠের সংস্কার কাজে নিয়োজিতরা আন্তরিক প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যান কাজ।
সিলেটের এই মাঠটিতে দুই বছর আগে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব ক্রিকেটের অন্যতম আসর টি টোয়েন্টি বিশ্বকাপ। এ বছর অনুষ্ঠিত হবার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচও।
সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, আমরা বিপিএল খেলার আয়োজন সিলেটে করতে সব ধরণের প্রস্তুতি নিচ্ছি এবং সর্বাক্ষনিক ম্যাচ আয়োজনের জন্য যা যা দরকার তা করছি । আমরা আশাবদি সিলেটে বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে ।
স্টেডিয়ামের একাংশে থাকা টিলা কেটে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন গ্রিন গ্যালারি। এশিয়ায় এর আগে কোন আন্তর্জাতিক ভেন্যুতে গ্রিন গ্যালারি নির্মিত হয়নি। সংশ্লিষ্ট সবাই মনে করছেন- দৃষ্টিনন্দন এই গ্রিন গ্যালারির কল্যাণে বিশ্বের শীর্ষ কয়েকটি ক্রিকেট গ্রাউন্ডের পাশাপাশি জায়গা করে নিবে সিলেটবাসীর স্বপেড়বর এই স্টেডিয়ামটি। শুধু কি গ্রিন গ্যালারি? স্টেডিয়ামটির চারপাশের নয়নাভিরাম চা বাগানের সবুজের সমারোহও কোন অংশেই কম নয়। আর আকৃতির দিক দিয়েও এগিয়ে সিলেটের এই মাঠটি। ৬১৫ ফুট দৈর্ঘ্য ও ৪৮৫ ফুট প্রস্থ নিয়ে গড়ে উঠা এই স্টেডিয়ামটি দেশের অন্যতম বড় একটি ক্রিকেট স্টেডিয়াম।
পরিচর্যা করলে এটি হতে পারে বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম। বছর তিনেক আগে সবুজের সমারোহের মাঝে গড়ে উঠা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেখে এমনই মন্তব্য করেছিলেন শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর।
সিলেটের অনন্য সুন্দর এই মাঠটি এবার বিশ্বসেরা স্টেডিয়ামগুলোর কাতারে ঠাঁই করে নেয়ার পথে। উপযুক্ত পরিচর্যা আর প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হিসেবে আত্মপ্রকাশের অপেক্ষায় সিলেটবাসীর স্বপেড়বর এই মাঠটি। গত দুই বছর আগে সিলেটের এই মাঠটিতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বক্রিকেটের অন্যতম আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শুরু হয় ভেন্যুটিকে অত্যাধুনিক আন্তর্জাতিক স্টেডিয়ামে উন্নত করার কাজ। স্টেডিয়ামের পুরো মাটি তুলে ফেলে সেখানে স্থাপন করা হয় আধুনিক ওয়াটারিং সিস্টেম ও ড্রেনেজ সিস্টেম। বাড়ানো হয়েছে মাঠের উচ্চতাও। স্টেডিয়ামের উইকেটের সংখ্যা ৫টি থেকে বাড়িয়ে ৭টি করা হয়। বাড়ানো হয়েছে প্র্যাকটিস পিচের সংখ্যাও। আগে স্টেডিয়ামটিতে প্র্যাকটিস পিচের সংখ্যা ছিল ৪টি। সেটি বাড়িয়ে এখন করা হয়েছে ৬টি উইকেট। বিসিবির প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভার তত্ত্বাবধানে তৈরি হয়েছে স্পোর্টিং উইকেট।
জানা গেছে- এই মাঠের পিচ দেশের অন্য মাঠের পিচের চেয়ে আলাদা, স্পোর্টিং উইকেট। এছাড়া পুরো মাঠজুড়ে লাগানো হয়েছে নতুন ঘাস। চলতি বছরেই শেষ হয়েছে সংস্কার কাজ। উন্নয়ন কাজ শুরু হওয়ার পর থেকে বৃষ্টির বাধায় বার বার বাধাপ্রাপ্ত হয়েছে কাজের গতি। কিন্তু মাঠের সংস্কার কাজে নিয়োজিতরা আন্তরিক প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যান কাজ।
সিলেটের এই মাঠটিতে দুই বছর আগে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব ক্রিকেটের অন্যতম আসর টি টোয়েন্টি বিশ্বকাপ। এ বছর অনুষ্ঠিত হবার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচও।
সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, আমরা বিপিএল খেলার আয়োজন সিলেটে করতে সব ধরণের প্রস্তুতি নিচ্ছি এবং সর্বাক্ষনিক ম্যাচ আয়োজনের জন্য যা যা দরকার তা করছি । আমরা আশাবদি সিলেটে বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে ।
স্টেডিয়ামের একাংশে থাকা টিলা কেটে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন গ্রিন গ্যালারি। এশিয়ায় এর আগে কোন আন্তর্জাতিক ভেন্যুতে গ্রিন গ্যালারি নির্মিত হয়নি। সংশ্লিষ্ট সবাই মনে করছেন- দৃষ্টিনন্দন এই গ্রিন গ্যালারির কল্যাণে বিশ্বের শীর্ষ কয়েকটি ক্রিকেট গ্রাউন্ডের পাশাপাশি জায়গা করে নিবে সিলেটবাসীর স্বপেড়বর এই স্টেডিয়ামটি। শুধু কি গ্রিন গ্যালারি? স্টেডিয়ামটির চারপাশের নয়নাভিরাম চা বাগানের সবুজের সমারোহও কোন অংশেই কম নয়। আর আকৃতির দিক দিয়েও এগিয়ে সিলেটের এই মাঠটি। ৬১৫ ফুট দৈর্ঘ্য ও ৪৮৫ ফুট প্রস্থ নিয়ে গড়ে উঠা এই স্টেডিয়ামটি দেশের অন্যতম বড় একটি ক্রিকেট স্টেডিয়াম।