মহানগর যুবদল নেতার বাসায় পুলিশী তল্লাশীর নিন্দা
প্রকাশিত হয়েছে : ৮:০৮:১৩,অপরাহ্ন ২৪ জুন ২০১৬
সুরমা ডেস্কঃ সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদল নেতা নাহিদুল ইসলাম নাহিদের বাসায় পুলিশী তল্লাশী ও পরিবারের সাথে অসৌজন্য মূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগ) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) জাকির হোসেন উজ্জ্বল।
এক বিবৃতি নেতৃবৃন্দ বলেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকার বিরোধী দলের নেতা কর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে হয়রানী ও বাসা বাড়িতে তল্লাশীর নামে প্রহসন শুরু করেছে যা অচিরেই বন্ধ না হলে ছাত্র জনতা ঐক্যবন্ধ আন্দোলন সংগ্রামের ডাক দেবে। নেতৃবৃন্দ গণতন্ত্র মুক্তি আন্দোলন থেকে আটক সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তির দাবী জানান।
এক বিবৃতি নেতৃবৃন্দ বলেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকার বিরোধী দলের নেতা কর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে হয়রানী ও বাসা বাড়িতে তল্লাশীর নামে প্রহসন শুরু করেছে যা অচিরেই বন্ধ না হলে ছাত্র জনতা ঐক্যবন্ধ আন্দোলন সংগ্রামের ডাক দেবে। নেতৃবৃন্দ গণতন্ত্র মুক্তি আন্দোলন থেকে আটক সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তির দাবী জানান।