অসহনীয় যানজটে নাকাল অবস্থা সিলেট নগরবাসীর
প্রকাশিত হয়েছে : ৫:৩৬:৩০,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৬
সুরমা নিউজঃ অসহনীয় যানজটে নাকাল হওয়ার অবস্থা সিলেট নগরবাসীর। রমজান মাস শুরু হওয়ার পর থেকেই যানজট তীব্র আকার ধারন করেছে। নগরীর ফুটপাতগুলো দখল হয়ে যাওয়া, ঈদের বাজারের চাপ আর ট্রাফিক অব্যস্থাপনার কারনে যানজট অসহনীয় রুপ নিয়েছে বলে মনে করেন নগরবাসী।
সরেজমিনে দেখা যায়, নগরীর ফুটপাতের পুরোটাই দখল করে নিয়েছে ভাসমান ব্যবসয়ীরা। ফুটপাত ছাপিয়ে সড়কের অনেকাংশও হকারদের দখলে। ফলে রাস্তার মাঝখান দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। তারউপর রমজানে বেড়েছে য়ানবাহনের চাপ। বিভিন্ন বিপনী বিতান ও বাজারের সামনে পার্ক করে রাখা হয়েছে গাড়ি। নগরীর বেশিরভাগ বিপনী বিতানেরই নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় রাস্তায় পার্ক করা হচ্ছে গাড়ি। এসব কারনে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের।
যানজটের ফলে দূর্ভোগে পড়েছেন ব্যবসায়ী, চাকুরিজীবি, ও শিক্ষার্থীসহ সকলেই। গন্তব্যে সময়মতো পৌঁছতে পারছেন না কেউই। কখনও কখনও ২০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে দেড় থেকে ২ ঘণ্টা।
যানজট নিরসনের ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) মুশফিকুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যানজট নিরসনে আমরা নগরীর বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। তারা মধ্যরাত পর্যন্ত যানজট নিয়ন্ত্রনে থাকবে। এছাড়া মেট্রোপলিটন চেম্বারের পক্ষ থেকে আগামীকাল থেকে রোভার স্কাউটের ২৫ জন সদস্য দেয়া হবে। তারা যানজট নিয়ন্ত্রনে পুলিশকে সহযোগীতা করবে।
নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, চৌহাট্টা, লামাবাজার, শিবগঞ্জ, মিরাবাজার, সুবহানীঘাট, নয়াসড়ক, কুমাড়পাড়া, তালতলা, কীনব্রিজ, সুবানিঘাটসহ প্রতিটি সড়ক ঘুরেই দেখা যায় দীর্ঘ যানজটের চিত্র।
নগরীর জিন্দাবাজারে যানজটের কারনে রিকশার মধ্যে অপেক্ষমান যাত্রী কয়সর আহমেদ বলেন, রিকশা গাড়ি যে যার মতো চলছে, ফুটপাত দখল হয়ে গেছে। রাস্তার মধ্যেও দোকান নিয়ে বসে আছে হকাররা। অনেকগুলাে মার্কেটের পার্কিং নেই। এসব কারনে দুর্বিসহ যানজট সৃষ্টি হয়েছে। আমাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে অথচ পুলিশ বা সিটি করপোরেশনের এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই।