প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আ.লীগের বঙ্গবন্ধুকে স্মরণ
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৬, ৩:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ফরিদ আহমদ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, মহানগর শাখার দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, জেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রণজিত সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা কামরান, রুবি ফাতেমা ইসলাম ও শাহানারা বেগম প্রমুখ।