ওসমানীনগরে যুবদল নেতা-কর্মীর যুবলীগে যোগদান
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৬, ২:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ওসমানীনগর উপজেলার অর্ধশতাধিক যুবদল নেতা-কর্মী যুবলীগে যোগদান করেছেন। বুধবার বিকেলে উমরপুরে যুবদল নেতা রুম্মান হুসাইনের বাড়িতে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিলেট সিটির কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দবির মিয়ার সভাপতিত্বে ওসমানীনগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রিন্সের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, যুবলীগ নেতা নুর মিয়া, যুবলীগ নেতা শাহিন মিয়া, হেলাল মিয়া, সাজান মিয়া, কালাম মিয়া, আল-আমিন, নাজিম আহমদ, শিপন মিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কালে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, বাংলাদেশ যুবলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। এ সংগঠনের সাথে মিশে আছে দেশের স্বাধীনতার ইতিহাস। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা যুবলীগে যোগদান করেছেন তারা মানুষের উন্নয়নে কাজ করবেন। এবং আ’লীগ তথা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন।
উপজেলা যুবদল নেতা রুম্মান হুসাইন, আনছার হুসাইন, মনির আলী ও গেদা আলী সহ অর্ধশতাধিক যুবদল নেতা-কর্মী যুবলীগে যোগদান করেন। আলোচনা সভার ইফতার মাহফিলের আয়োজন করা হয়।