ওসমানীনগরে প্রতিবন্ধী পরিবারের গৃহ নির্মাণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০১৬, ২:১১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগরে অসহায় প্রতিবন্ধী পরিবারের ভাংচুরকৃত গৃহ নির্মাণ করে দিয়েছেন এলাকার বিত্তবানেরা। ঈদের পরে এলাকার বিত্তবানেরা একটি পাকা বাড়ি নির্মাণ করে দেবেন বলে জানা গেছে। গত ২ দিনের প্রচেষ্টায় ২০/২৫ জনের একটি স্বেচ্ছাসেবী গ্রুপ কোনমতে থাকার উপযোগী করে একটি টিনশেডের ঘর নির্মাণ করে দিয়েছেন।
জানা যায়, গত রবিবার ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার আহবানে রঙ্গিয়া খাসদরগাহ স্কুলে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুরব্বীয়ানদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় এলাকাবাসির সহযোগীতায় আপাতত সাময়িক থাকার উপযোগী একটি টিনশেডের ঘর নির্মাণ করে দিতে। এরই ধারাবাহিকতায় গত সোমবার ও মঙ্গলবার দু’দিনের প্রচেষ্টায় একটি টিনশেডের ঘর নির্মাণ সম্পন্ন হয়।
ঐ দিন বৈঠকে উপস্থিতিদের মধ্য থেকে পাকাঘর নির্মাণের জন্যে প্রায় দেড় লক্ষ টাকা উঠে। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যের একটি কমিটির মাধ্যমে এই প্রতিবন্ধী পরিবারকে তাদের পৈত্রিক ভিটায় পুণঃবাসন করা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত: গত শুক্রবার গ্রামের মানুষ জুম্মার নামাজে থাকলে প্রতিপক্ষ আব্দুল হাফিজ সোহেল গং ২০/২৫ জনের একটি সন্ত্রাসীদল নিয়ে প্রতিবন্ধী গিয়াস উদ্দিনের পরিবারের ঘর উচ্ছেদ করে তাদের বাড়ি থেকে মারধর করে তাড়িয়ে দেয়। এ ঘটনার পর এলাকাবাসি তাজপুর বাজারে মানব বন্ধন শেষে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান।