ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন ওসমানীনগরের দর্জিরা
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০১৬, ১:৫১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নতুন জামা কাপড় তৈরীতে ব্যস্থ সময় কাটাচ্ছেন ওসমানীনগরের উপজেলার দর্জিরা। তাদের হাতে যেন মোটেও সময় নেই। কেননা নির্দিষ্ট সময়ের আগে পোশাক তৈরী করে তা ডেলিভারি দিতে হবে। পছন্দের পোশাক বানাতে দর্জির দোকান গুলোতে ভীড় করছেন শৌখিন ক্রেতারা।
ঈদকে সামনে রেখে রাতদিন ২৪ ঘন্টা চলছে সেলাইয়ের কাজ। তাদের যেন দম ফেলার সুযোগ নেই। কেউ মাপ নিচ্ছে, কেউ কাপড় কাটছে, কেউ আবার তা সেলাই করছে, কেউ বা তাতে বোতাম লাগিয়ে ইস্ত্রি করে অর্ডার বুঝিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন।
আর এইসব কাজ সময় মতো দেয়ার জন্য দর্জিরা অতিরিক্ত লোক নিয়োগ দিয়েছেন।দোকান গুলোতে নারী পুরুষ উভয়ের কাপড় তৈরী করতে আসছেন ক্রেতারা। কারণ একটাই কেনা পোশাকের চাইতে বানানো পোশাক ভাল হয় তাই দর্জির দোকানে আসা।
দর্জির দোকানে আসা রুবি আক্তার নামে এক ক্রেতা জানান, ঈদকে সামনে রেখে থ্রি-পিস সেলাই করতে দর্জির দোকানে এসেছি। কারণ একটাই দর্জির দোকান থেকে কাপড় সেলাই করলে সেই কাপড় ফিটিং ভালো হয় আবার পড়তেও আরাম লাগে।
রাজু চৌধুরী নামের আরেক জন জানান, ঈদের সময় সবাই চায় নতুন জামা কাপড়। রেডিমেড দোকানে একই নকশার অনেক পোশাক থাকে। তাই নিজের পছন্দের মতো কাপড় কিনে দর্জির দোকানে বানাতে দেই।
দর্জি জুনেদ আহমেদ জানান, দোকানে পুরুষের চেয়ে মহিলারাই বেশী আসছেন। তাই আমরা কাউকে ফিরিয়ে দিচ্ছিনা কারণ সামনে ঈদ। ঈদ উপলক্ষে আমাদের অর্ডার ভালোই। তবে ২০ রোজার পরে অর্ডার নেবোনা। আগে যে অর্ডার গুলো নিয়েছি সেটার কাজ গুলোই শেষ করতে পারি কিনা তা নিয়ে সংশয়ে আছি।