জিন্দাবাজারে অটোরিকসাসহ ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:৫০,অপরাহ্ন ২০ জুন ২০১৬
সুরমা নিউজ: সিলেট নগরীতে থেকে ছিনতাই কালে সিএনজি অটোরিকসা চালকসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন- ছিনতাইকারী শামীম আহমদ (২৮) ও সিএনজি অটোরিকসা চালক রুকু মিয়া (২৪)। সোমবার দুপুরে পূর্ব জিন্দাবাজার থেকে তাদের আটক করা হয়।
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল মারজান শপিং সিটি মার্কেটের আল আরাফা ব্যাংক থেকে পনিটুলা এলাকার বিষ্ণু কান্ত শীল ও তার বোন শিল্পী রানী ৩০ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে নেমে তারা মার্কেটের সামনে আসলে একটি সিএনজি অটোরিকসা তাদের জোর করে গাড়িতে তোলে। এ সময় গাড়িতে থাকা ছিনতাইকারী শামীম শিল্পীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে শিল্পী চিৎকার শুরু করেন। শিল্পীর চিৎকারে পূর্ব জিন্দাবাজার এলাকায় পথচারীরা গাড়ি থামান। এ সময় স্থানীয় লোকজন ছিনতাইয়ের ঘটনা বুঝতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ এসে সিএনজি অটোরিকসা জব্দ করে। এসময় ছিতাইকারী শামীম ও চালক রুকু মিয়াকে আটক করে।
এ ব্যাপারে কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, ছিনতাইর খবর পেয়ে পূর্ব জিন্দাবাজার থেকে ছিনতাইকারী ও ছিনতাইয়ে সহযোগিতা করায় সিএনজি অটোরিকসা চালককে আটক করা হয়েছে।