মাধবপুরে ট্রেনের নিচে কাটাপড়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০১৬, ১০:০৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:আখাউড়া সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটাপড়া অজ্ঞাতনামা (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (২০ জুন) সকালে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন- বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছেন।