ওসমানীনগরে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, মাস্ক ছাড়াই চলাফেরা
প্রকাশিত হয়েছে : ৭:১১:৫৪,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২১
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে আগের মতই চলাফেরা শুরু করেছে সবাই,সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলছে না অনেকেই।
সেই সাথে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি নিয়ে ঘরে ,বাহিরে, যানবাহনে ও হাট বাজারে মাস্ক ছাড়াই লোকজনকে চলাচল করতে দেখা গেছে। সংক্রমন প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী ঘরের বাহিরে চলাচলের ক্ষেত্রে সব সময় মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
তা না হলে সংক্রামক রোগ (প্রতিরোধ ,নিয়ন্ত্রন ও নিমূল) আইন,২০১৮ এর ধারা ২৪ (১) ও (২) অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে । আর এই আইন বাস্থবায়ন করবে জেলা-উপজেলা প্রসাশন ও যথাযথ কতৃপক্ষ । আইনের ধারা অনুযায়ী কেউ মাস্ক না পরে বের হলে ৬ মাসের জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন। এ ছাড়া কেউ যদি এই নির্দেশনা বাস্তবায়য়ে বাধা প্রধান বা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তাহলে ৩ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা ও উভয় দন্ডে দন্ডিত হবেন। উক্ত বিধি লঙ্গন কারীদের বিরুদ্ধে প্রশাসনের কটুর নজরদারির তোয়াক্কা করছেনা অনেকেই। তাদের কাছে মাস্ক না পরার কারন জানতে চাইলে দেখাচ্ছেন নানা অজুহাত ।
ওসমানীনগর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মানুষ মাস্ক না পরে চলাচল করছেন । মুখে মাস্ক না পরা একজনের সাথে কথা বললে তিনি জানান বাড়ী থেকে তারাহুরা করে বাজার করতে এসেছি ,তাই মাস্ক নিয়ে আসতে পারিনি। অপর একজন বলেন, করোনা ভাইরাস নিয়ে আমি ভয় করি না। বাজারের এক ব্যবসায়ী বলেন, মাস্ক ছাড়াই সারাদিন পণ্য বিক্রি করি , মাস্ক পরতে ভালো লাগে না।